'একসঙ্গে কাজ করা মুশকিল, মাফ করবেন ' :
সুভেন্দুর বার্তা নিয়ে ফের তুঙ্গে রাজনীতির পারদ
মঙ্গলবারের তৃণমূলের নেতৃত্ব সাথে বৈঠকের পর এদিন নন্দীগ্রামের বিধায়ক সৌগত রায়কে মেসেজ করে সুভেন্দু সাফ জানান যে 'একসঙ্গে কাজ করা মুশকিল, -মাফ করবেন।
গতকালের বৈঠক নিয়ে অসন্তুষ্ট শুভেন্দু। আগামী ৬ ডিসেম্বর সাংবাদিক সম্মেলনে সব জানানোর কথা ছিলো সুভেন্দুর। তার আগেই তিনি সুভেন্দুর বার্তা- একসঙ্গে কাজ করা মুশকিল, মাফ করবেন।
'গতকাল রাতে অভিষেকের সাথে যে বৈঠক ছিলো তাতে আমার বক্তব্যের সমাধান করা হয়নি। সমস্যার সমাধান না করেই আমার উপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে : সুভেন্দু অধিকারি।
এই বার্তা শুনে বিজেপি দলনেতা কৈলাস বলেছেন- এটা তো হওয়ারই ছিলো ।
'গতকালের বৈঠকে ভিত্তিতেই বলেছিলাম, সুভেন্দু তাঁর সিদ্ধান্ত পরে বলব, এরপর সুভেন্দু মত পরিবর্তন করলে সিদ্ধান্ত তাঁর' - সুভেন্দুর Whatsapp Messege - এর প্রতিক্রিয়া হিসাবে জানিয়েছেন সৌগত রায়।
0 মন্তব্যসমূহ