'একসঙ্গে কাজ করা মুশকিল, মাফ করবেন - সুভেন্দুর বার্তা নিয়ে ফের তুঙ্গে রাজনীতির পারদ

'একসঙ্গে কাজ করা মুশকিল, মাফ করবেন ' :

সুভেন্দুর বার্তা নিয়ে ফের তুঙ্গে রাজনীতির পারদ





মঙ্গলবারের তৃণমূলের নেতৃত্ব সাথে বৈঠকের পর এদিন নন্দীগ্রামের বিধায়ক সৌগত রায়কে মেসেজ করে সুভেন্দু সাফ জানান যে 'একসঙ্গে কাজ করা মুশকিল, -মাফ করবেন।

গতকালের বৈঠক নিয়ে অসন্তুষ্ট শুভেন্দু। আগামী ৬ ডিসেম্বর সাংবাদিক সম্মেলনে সব জানানোর  কথা ছিলো সুভেন্দুর। তার আগেই তিনি সুভেন্দুর বার্তা- একসঙ্গে কাজ করা মুশকিল, মাফ করবেন।

'গতকাল রাতে অভিষেকের সাথে যে  বৈঠক ছিলো তাতে আমার বক্তব্যের সমাধান করা হয়নি। সমস্যার সমাধান না করেই আমার  উপর সব চাপিয়ে  দেওয়া হচ্ছে : সুভেন্দু অধিকারি।




সুভেন্দুর  এই বার্তার প্রতিক্রিয়া হিসাবে কল্যান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন- 'আমি বৈঠকে ছিলাম না। আমি কিছু জানিনা কী আলোচনা হয়েছে। বৈঠক যে হয়েছে তা জানতাম না। ' এরপরই তিনি বলেন, সংবাদমাধ্যমের হাত ধরেই তিনি জানতে পারেন যে বৈঠক হয়। তবে বৈঠকের খবর শুনে 'আম আনন্দ পেয়েছিলাম। তবে এখন মনটা খারাপ হয়ে গেল 'সবাই একসঙ্গে কাজ করলে ভালো হত'- কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এই বার্তা শুনে বিজেপি দলনেতা কৈলাস বলেছেন-  এটা তো হওয়ারই ছিলো ।

'গতকালের বৈঠকে ভিত্তিতেই বলেছিলাম, সুভেন্দু তাঁর সিদ্ধান্ত পরে বলব, এরপর সুভেন্দু মত পরিবর্তন করলে সিদ্ধান্ত তাঁর' - সুভেন্দুর Whatsapp Messege - এর প্রতিক্রিয়া হিসাবে জানিয়েছেন সৌগত রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ