TET 2020 :
আজ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করে দিয়েছে রাজ্য।
TET 2020 : TET প্রার্থীদের জন্য সবচেয়ে বড় খবর। আজ TET 2014 সালে উত্তির্ন পরীক্ষার্থীদের মধ্যে থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করে দিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে চাকরি প্রাথীদের নথিপত্র যাচাই রে কাজ শুরু করে দিয়েছে West Bengal Board of Primary Education.
Teacher Eligibility Test , যা TET নামে পরিচিত, ভারতবর্ষের প্রাথমিক সরকারী বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য পরিচালিত সাধারণ পরীক্ষা। কয়েক সপ্তাহ আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, 16,500 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে রাজ্য। আজ সেই পথেই হাঁটা শুরু করলো West Bengal Board of Primary Education.
➤ আবেদন পদ্ধতি :
1. www.wbbpe.org -এই লিঙ্কে ক্লিক করুন।
2. এরপর পোর্টালে এসে নীচে সবচেয়ে প্রথমে যে লিঙ্ক দেওয়া রয়েছে তাতে ক্লিক করুন। বোঝার সুবিধার্থে নীচে ছবি দেওয়া হল।
3. TET 2014 রোল নাম্বার ও জন্ম তারিখ ইনপুট করুন।
4. এরপর সাইটে বর্নিত নির্দেশবলি অবলম্বন করে ফর্ম ফিলাপ করুন।
➤ আবেদনের শেষ তারিখ :
আবেদন শুরু হয়েছে 25/11/2020 তারিখে। আবেদন করা যাবে 01/12/2020 তারিখ পর্যন্ত।
➤ কারা কারা আবেদন করতে পারবেন?
- TET 2014 সালে যারা উত্তীর্ন হতে হয়েছে।
- 2014 সালে TET পাশ করার পর যারা D.El.Ed পাশ করেছেন তারা আবেদন যোগ্য।
- D.El.Ed Final exam Result (2018-2020 batch) যাদের বাকি রয়েছে তারাও আবেদন যোগ্য।
- B.Ed প্রশিক্ষন প্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
0 মন্তব্যসমূহ