গ্রেফতার হলেন অর্নব গোস্বামী / Reporter Arnab Goswami Arrested
নিজস্ব প্রতিবেদন : রিপাবলিক টিভির কর্ণধার অর্নব গোস্বামীকে আজ সকালে তার বাড়িত থেকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ। অর্নব অভিযোগ করেছেন যে, তাকে হেনস্তা কয়রা হয়েছে, এমনকি তার স্ত্রী-পুত্রের গায়েও হাত দিয়েছে পুলিশকর্মীরা। অর্নবের বিরুদ্ধে যে মামলা চলছিলো তা ২০১৮ সালের ঘটনা। সেই সময় আলিবাগের বাংলো থেকে উদ্ধার হয় ইন্টিরিয়ার ডিজাইনার অনভয় নায়েক ও তার মা কুমুদ নায়েকের মৃতদেহ। রিপাবলিক টিভির ইন্টিয়ার ডিজাইনের কাজ করছিলেন অনভয়। কিন্তু রিপাবলিক টিভি তার প্রাপ্য বকেয়া টাকা তাকে না মেটানোর ফলে অনভয় আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল বলে জানায় তার পরিবার। এক্ষেত্রে অনভয় এর আত্মহত্যার জন্য রিপাব্লিক টিভি এবং অর্নব এর উপর। আজ সকালেই তাকে গ্রেফতার কয়রা হয়।
মহারাষ্ট্র সরকার তার ক্ষমতার চরম অপব্যবহার করেছে- টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা জবাবে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের দাবি, আইন আইনের পথেই চলছে।
অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডা গ্রেফতারের নিন্দা জানিয়ে টুইট করেছেন যে, এই গ্রেফতার গণতান্ত্রিক আদর্শ এবং সাংবাদিকতার ওপর বড়ো ধাক্কা। জবাবে মহারাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, কেউ আইনের ঊর্দ্ধে নয়। মহারাষ্ট্র পুলিশ আইন মেনে কাজ করছে।
0 মন্তব্যসমূহ