Kangana Ranaut Slams YouTuber Dhruv Rathee For making wrong facts video about on her.
নিজস্ব প্রতিবেদন : Eray Cather নামক এক Creative Film director তাঁর Twitter এ tweet করে বলেন যে, একটি ফেমাস ইউটিউবার যার 4 Million এর বেশি Subscriber. সেই ইউটিউবার অভিনেতা সুশান্ত সিং মৃত্যু মামলার ফেক ভিডিও বানানোর জন্য ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে। আর এই ভিডিও বানানোর জ্ন্য তাকে ১-২ সপ্তাহ সময় সীমা দেওয়া হয়েছে। এই ইউটিউবারকে প্রথমে Kangana Ranaut ও Arnam Goswami -র নিয়ে ভিডিও বানানোর জন্য কাজে লাগানো হয়েছিলো।
তিনি আর বলেন যে, এই ইউটিউবার প্রতি ভিডিওর জন্য ৩০-৪০ লাখ টাকা নেয় । Kangana Ranaut ও Arnam Goswami -র নিয়ে ভিডিও বানানোর জন্য তাকে ৩৫লাখ টাকা দেওয়া হয়েছিলো।
Eray Cather তাঁর এই tweet-এ কারো নাম নেয়নি, কিন্তু আম আদমি পার্টির সমর্থক Dhruv Rathee নিজেই বুঝেগেছিলেন এই tweet তাকে নিয়েই কয়রা হয়েছে। তাই এই tweet এর প্রতিক্রিয়া হিসাবে Dhruv Rathee কি বললো নীচে tweet দেখুন...
তাহলে ভাববার বিষয় যে, কিভাবে টাকার বিনিময়ে সত্য গোপন কয়রা হচ্ছে আর স্মিথ্যেকে বাজারে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সাবধান।
0 মন্তব্যসমূহ