রাজ্যে আজ থেকে শুরু হল ভোটার তালিকা সংশোধন ও ভোটার তালিকার সমস্ত কাজ।
Download Voter List 2021
❅নিজিস্ব প্রতিবেদন : রাজ্যে আজ থেকে শুরু হল ভোটার তালিকা সংশোধন ও ভোটার তালিকার সমস্ত কাজ। এছাড়া আজ থেকে প্রকাশিত হল রাজ্যের নতুন ভোটার তালিকা। কিভাবে ডাউনলোড করবেন সেই তালিকা। কিভাবে জানবেন ভোটার তালিকায় আপনি বা আপনার পরিবারে সদস্যের নাম আছে কিনা? বা নাম থাকলেও নাম ঠিকঠাক আছে কিনা? জেনে নিন সকল তথ্য।
রাজ্য নির্বাচন কমিশন প্রকাশ করলো ২০২১ এর নতুন ভোটার তালিকা। এছাড়াও ভোতার তালিকার সংশোধনের কাজও আজ বুধবার থেকে শুরু হয়ে গেল। এই তালিকা সংশোধনের কাজ চলবে আগামী ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। রাজ্যে মোট বুথের সংখ্যা ৭৮,৯০৩ টি।
নতুন ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে ভোটার তালিকায় নাম সংশোধন অর্থাৎ ভোটার তালিকার সমস্ত কাজ করবে আপনার স্থানীয় পঞ্চায়েত অফিসের যিনি BLO পদে নিযুক্ত আছেন।
∎ এক পোলিং বুথ থেকে অন্য পোলিং বুথ এ নাম ট্রান্সফার করতে হলে ৬ নং ফর্মে আবেদন করতে হবে।
∎ নাম সংশোধনের জন্য লাগবে ৭নং ফর্ম ।
∎ ঠিকানার তথ্য সংশোধনের জন্য ৮ নং ফর্ম দিয়ে আবেদন করতে হবে।
রাজ্য নির্বাচন কমিশন ২০২১ এর একটি নতুন ভোটার তালিকা প্রকাশ করছে। সেই লিস্ট এ আপনি আপনার বা আপনার পরিবারের সদস্যদের নাম খুঁজে নিতে পারবেন, এবং তা দেখেই আপনি ভোটার তালিকা সংশোধনের আবেদন করতে পারবেন।
তাহলে দেখে নিন কিভাবে এই তালিকা ডাউনলোড করবেন।
১. আপনাকে প্রথমে পাশে থাকা রঙিন লিঙ্কে ক্লিক করতে হবে। ( Voter List 2021 )
২. এরপর আপনার সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে, সেখানে একটু নীচে এসেই 'Special Summary Revision Of Photo Electoral Roll 2021 (New) -এই লেখাতে ক্লিক করবেন। বোঝার সুবিধার্ধে নীচে ছবি দেওয়া হল।
৩. এরপর নতুন পেজে শেষের দিকে Electoral Roll (Voter List) - এ ক্লিক করবেন। বোঝার সুবিধার্ধে নীচে ছবি দেওয়া হল।
৪.তারপর আপনি আপনার জেলা বেছে নিয়ে তাতে ক্লিক করবেন। বোঝার সুবিধার্ধে নীচে ছবি দেওয়া হল।
৫. তারপর যে বিধানসভা এলাকায় (থানা) আপনার ভোট সেটি বেছে নিয়ে ক্লিক করবেন। বোঝার সুবিধার্ধে নীচে ছবি দেওয়া হল।
৬. এরপর আপনি আপনার পোলিং বুথ (যেই স্কুলে ভোট হয়) তার নাম বেছে নিয়ে তার পাশে থাকা Draft Roll -এ ক্লিক করবেন। বোঝার সুবিধার্ধে নীচে ছবি দেওয়া হল।
তাহলেই আপনার এলাকার ভোটার তালিকা ডাউনলোড হয়ে আপনার সামনে উঠে আসবে।
এরপর আপনি আপনার ও আপনার পরিবারের সদস্যদের নাম খুঁজে দেখুন তাদদের নাম আছে কিনা বা থাকলেও কোনো ভুল আছে কিনা।
0 মন্তব্যসমূহ