ডিসেম্বর মাস থেকে শুরু স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয় এর ক্লাস

ডিসেম্বর মাস থেকে শুরু স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয় এর ক্লাস



নিজস্ব প্রতিবেদন : আগামি ডিসেম্বর মাস থেকেই, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করতে চাইছে রাজ্য। তবে করোনা পরিস্থিতিতে কোন কোন বিষয়ের উপর জোর দেবে রাজ্য সরকার?

করোনা সংক্রমণ এখনো অব্যাহত। তবে তার মধ্যেই চলছে মানুষের জীবনযাত্রা। কালিপূজার পর স্কুল খোলা নিয়ে ভাববে রাজ্য- জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সামগ্রীক ভাবে স্বাস্থ্যবিধি মেনে ডিসেম্বর মাস থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে ক্লাস চালু করা যেতে পারে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী- পার্থ চ্যাটার্জী। সরকারি সূত্রে খবর, কালিপূজার পর রাজ্য সরকার, শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাস শুরু করার ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।


কিন্ত ক্লাস শুরু করার ব্যাপারে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। পড়ুয়ারা কি একসাথে বসে ক্লাস করতে পারবে নাকি পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা বেঁধে দেওয়া হবে? নাকি সব ক্লাসই চলবে অনলাইনের মাধ্যমে। সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ