অমিত শাহ এর রাজ্য সফরে আজ দ্বিতীয় দিন
ইতিমধ্যেই মুকুল রায় সহ বিজেপির বেশ কিছু নেতা অমিত শাহের কাছে যে রিপোর্ট দিয়েছে, তাতে বার বার বলা হচ্ছে, নির্বাচনের আগে বাংলাদেশ থেকে বেশ কিছু অনুপ্রবেশকারি আসে, যাদের মধ্যে অনেকেই দুষ্কৃতী , তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করে। তাদের কাচক্সহে থাকে বিভিন্ন অস্ত্রশস্ত্র যা নির্বাচনের সময় ব্যবহার করা হয়- এমনটাই বলা হয়েছে রিপোর্টে। সেই বিষয়েই আজ Western Hotel এ BSF কর্মী কর্তাদের সাথে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের সময় যাতে সুষ্ঠভাবে নির্বাচন হয় সে বিষয়ে আলচনা হবে। এছাড়া বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা অনুপ্রবেশকারীদের পথও বন্ধ করার পরিকল্পনা গ্রহন করবেন।
এছাড়া আজকের সফরে তিনি দক্ষিণেশ্বর মন্দিরের দর্শন করবেন।
বিজেপির টার্গেট ২০০ আসন। অন্যদিকে 'এ রাজ্যে বিজেপির কোন অস্তিত্ব থাকবে না'- নবান্ন থেকে কেন্দ্রকে তোপ মমতার। 'রাজনৌতিক ইসু নিয়ে জন্সমাবেশে কোভিড ছড়াচ্ছে, কোনো Low & Order মানছেন না': মমতা।
0 মন্তব্যসমূহ