'দুয়ারে সরকার' অভিযানে 'স্বাস্থ্যসাথী প্রকল্প'
স্বাস্থ্যসাথী : স্বাস্থ্যসাথী প্রকল্পের সাথে পশ্চিমবঙ্গের সকল পরিবারকে যুক্ত করতে চলেছে রাজ্য সরকার। যারা আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত ছিলো না, তারাও এই কার্ডের সুযোগ সুবিধা পাবে। 'দুয়ারে সরকার' অভিযানে 'স্বাস্থ্যসাথী প্রকল্প'।
আগামীকাল অর্থাৎ ১লা ডিসেম্বর থেকেই প্রতিটা গ্রামাঞ্চলের দুয়ারে দুয়ারে বুথে বুথে ক্যম্পের ব্যাবস্থা করা হবে। প্রত্যেক পরিবারের সদস্যদের এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনতে এই ক্যাম্প।
ফর্ম কোথায় পাবেন | কিভাবে আবেদন করবেন | কোথায় জমা দেবেন | কি কি Documents লাগবে | আবেদনের পর কি করতে হবে | কতদিন ক্যাম্প বসবে | কিভাবে স্বাস্থ্যসাথী Digital Card দেওয়া হবে | - সমস্ত তথ্য জানতে নীচে দেখুন।
➤ ফর্ম কোথায় পাবেন :
আগামীকাল থেকেই আপনার এলাকায় গ্রাম পঞ্চায়েত অফিসে বা আপনার স্থানীয় বিদ্যালয়ের বুথে প্রত্যেক মানুষকে স্বাস্থ্য সাথী ডিজিটাল কার্ড দিতে ক্যাম্প শুরু করছে রাজ্য সরকার। যাদের এখনো কার্ড হয়নি তারা ক্যাম্প থেকে Form-B নিয়ে আবেদন করতে পারবেন।
এছাডাও নীচে দেওয়া লিঙ্ক থেকেও Form-B Download করতে পারবেন।
➤ কিভাবে আবেদন করবেন :
আবনের ক্ষেত্রে খাদ্যসাথী প্রকল্পের উপর ভিত্তি করে স্বাস্থ্যসাথী Digital Card আবেদন যাচাই করা হবে। তবে যাদের খাদ্যসাথী কার্ড নেই, তারা Form- B ফিল আপ করে স্বাস্থ্যসাথী Digital Card এর জন্য আবেদন করতে পারবেন।
আবনের ক্ষেত্রে খাদ্যসাথী প্রকল্পের উপর ভিত্তি করে স্বাস্থ্যসাথী Digital Card আবেদন যাচাই করা হবে। তবে যাদের খাদ্যসাথী কার্ড নেই, তারা Form- B ফিল আপ করে স্বাস্থ্যসাথী Digital Card এর জন্য আবেদন করতে পারবেন।
➤ কোথায় জমা দেবেন :
আপনার এলাকায় গ্রাম পঞ্চায়েত অফিসে বা আপনার স্থানীয় বিদ্যালয়ের বুথে প্রত্যেক মানুষকে স্বাস্থ্য সাথী ডিজিটাল কার্ড দিতে ক্যাম্প শুরু করছে রাজ্য সরকার। সেখানেই আপনি জমা দিতে পারবেন আপনার আবেদন পত্র।
আপনার এলাকায় গ্রাম পঞ্চায়েত অফিসে বা আপনার স্থানীয় বিদ্যালয়ের বুথে প্রত্যেক মানুষকে স্বাস্থ্য সাথী ডিজিটাল কার্ড দিতে ক্যাম্প শুরু করছে রাজ্য সরকার। সেখানেই আপনি জমা দিতে পারবেন আপনার আবেদন পত্র।
➤ কি কি Documents লাগবে :
আপনার পরিবারে প্রত্যেক সদস্যের নাম/আধার নাম্বার / রেশন কার্ড জেরক্স কপি / ফোন নাম্বার / যিনি জমা দেবেন তাঁর সাক্ষর।
আপনার পরিবারে প্রত্যেক সদস্যের নাম/আধার নাম্বার / রেশন কার্ড জেরক্স কপি / ফোন নাম্বার / যিনি জমা দেবেন তাঁর সাক্ষর।
➤ আবেদনের পর কি করতে হবে :
আবেদন নতিভুক্ত হলে আপনার ফোন নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও আবেদনের পর নিজের ও নিজের পরিবারের সদস্যদের তথ্য জানতে Swasthasathi.gov.in তে গিয়ে Find your name ব্যাবহার করে জানতে পারবেন।
আবেদন নতিভুক্ত হলে আপনার ফোন নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও আবেদনের পর নিজের ও নিজের পরিবারের সদস্যদের তথ্য জানতে Swasthasathi.gov.in তে গিয়ে Find your name ব্যাবহার করে জানতে পারবেন।
➤ কতদিন ক্যাম্প বসবে :
1st Round Camp : 1st-11th December 2020
2nd Round Camp : 15th - 24th December 2020
3rd Round Camp : 2nd - 12th January 2021
4th Round Camp : 18th-28 th January 2021
1st Round Camp : 1st-11th December 2020
2nd Round Camp : 15th - 24th December 2020
3rd Round Camp : 2nd - 12th January 2021
4th Round Camp : 18th-28 th January 2021
➤ কিভাবে স্বাস্থ্যসাথী Digital Card দেওয়া হবে :
৭-১০ দিনের মধ্যে কোন সরকারি ব্যক্তি মারফর আপনি এই কার্ড পেয়ে যাবেন।
স্বাস্থ্যসাথী সংক্রান্ত সব রকম তথ্য জানতে স্বাস্থ্যসাথী কল সেন্টারে কল করুন।
স্বাস্থ্যসাথী হেল্পলাইন নাম্বার - ১৮০০-৩৪৫-৫৩৮৪
৭-১০ দিনের মধ্যে কোন সরকারি ব্যক্তি মারফর আপনি এই কার্ড পেয়ে যাবেন।
স্বাস্থ্যসাথী সংক্রান্ত সব রকম তথ্য জানতে স্বাস্থ্যসাথী কল সেন্টারে কল করুন।
স্বাস্থ্যসাথী হেল্পলাইন নাম্বার - ১৮০০-৩৪৫-৫৩৮৪
0 মন্তব্যসমূহ