রেশনের গম বাংলাদেশে পাঠানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদন : রেশনের গম বেআইনি ভাবে বাংলাদেশে পাঠানোর অভিযোগ. গুদামে গম মজুতের তথ্য চেয়ে বনগাঁয় পথ অবরোধ বিজেপির। এদিন সকালে বনগাঁর কালোপুরে প্রায় সোয়া ১ ঘণ্টা যশোর রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। রেশনের গম বাংলাদেশে পাচার করা হচ্ছে বলে তাদের অভিযোগ। বনগাঁইয় গুদামে রেশন গম তথ্য প্রকাশ্যে আনার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার পাচার সন্দেহে বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে গন বন্টনের জন্য রেশনের গমের ১৭৫ টি ট্রাক আটক করা হয়। ট্রাকে প্রায় ১৬ কোটি টাকার গম ছিল বলে জানায় শুল্ক দফতর। যদিও গুদাম মালিক এই অভিযোগ অস্বীকার করে। তার দবি জেলা শাসকের নির্দেশেই গম মজুত করা হয়েছে।
ভোটের আগে এগুলো বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
0 মন্তব্যসমূহ