ঘরোয়া ৭টি ভেষজ গুন
বাইরে থেকে আপনার বা আপনার পরিবারের বিভিন্ন রোগ ব্যাধির জন্য দকান থেকে নানান কোম্পানির দামি দামি ঔষুধ কিনছেন, তবুও আশানুরূপ ফল পাচ্ছেন না, অপরদিকে রয়েছে হাজার সাইড এফেক্টের ভয়। আপনি কি জানেন, আপনার বাড়িতেই রয়েছের সেই সমস্ত রোগের উপসর্গ যা প্রাকৃতিকভাবেই ভেষজ গুনে তৈরি। তাহলে জেনে নিন।
➤পেঁয়াজ - কিটপতঙ্গের কামরের ব্যথা দূর করতেও পেঁইয়জ উপকারি। পেঁয়াজ গলাব্যথা দূর করে। মুখের ব্রণ দূর করতে সাহায্য করে। পোড়া স্থানের ব্যথা ও জ্বালা কমায়। চুল পড়া প্রতিরোধ। এছাড়াও অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে ও বমি ভাব দূর করতে সাহায্য করে।
➤তেজপাতা - চর্মরোগ দূর করে। এলার্জির সমস্যা দূর করে। মুখের অরুচি কমায়।
➤ডমুর - উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হৃদপিন্ড সুস্থ্য রাখে। স্তন ক্যান্সার প্রতিরোধ করে। দেহের ওজন কমায় এছাড়াও ডায়াবেটিক নিয়ন্ত্রনে সাহায় করে। পেটের সমস্যা দূর করে।
➤আমলকি - চুল পড়া রোধ করে। কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অ্যাসিডিটি দূর ও হজম শক্তিই বাড়ায়। ডায়াবেটিক নিয়িন্ত্রণ করে। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
➤নিম - কফজনিত বুকের ব্যথা দূর করে। এটি উকুননাশক। পোকামাকড়ের কামড়ের ব্যথা উপশম করে। দাঁত মজবুত করতে সাহায্য করে, এটি জন্ডিসের ভালো ঔষুধ। নিম পাতা গরমজলে স্নান করলে চর্মরোগ দূর হয়।
➤থানকুনি পাতা - জ্বর কমায়। পেটের পীড়া দূর করে। হজমশক্তি বাড়ায়। আমাশা ভালো করে। লিভারের সমস্যা দূর করে।
➤তুলসি - মানসিক চাপ কমায়। সর্দিকাশি দূর করে। ত্বকের যাবতীয় সমস্যা দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
0 মন্তব্যসমূহ