১ সেকেন্ডে ১ জন আক্রান্ত। রেকর্ড ভাঙলো আমেরিকা।

 ১ সেকেন্ডে ১ জন আক্রান্ত। রেকর্ড ভাঙলো আমেরিকা।


নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমনে রেকর্ড গড়ে ফেললো আমেরিকা। একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষেরও বেশি। এতদিন এই  রেকর্ড ছিলো ভারতের। গত ১৭ই সেপ্টেম্বর ভারুতের দৈনিক  আক্রান্তের সংখ্যা ছিলো ৯৭,৮৯৭ । ৩০ শে অক্টোবর সেই রেকর্ড ভেঙে দিলো আমেরিকা

 আমেরিকায় একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৩২ জন। অর্থাৎ প্রতি ১ সেকেন্ডে ১ জনেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে আমেরিকাতে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ভোট, ফলে  করোনার এই দৈনিক পরিসংখ্যান চাপ বাড়াচ্ছে ট্রাম্পের। ট্রাম্পের সভার জন্য করোনা আক্রান্ত ৩০,০০০ এবং আক্রান্ত হয়ে মৃত ৭০০ ,এমনটাই দাবি - স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। সমীক্ষায় দাবি, যেসব জায়গায় ট্রাম্প জনসভা বা র‍্যালি  করেছেন, সেখানেই জীবনের মূল্য চোকাতে হয়েছে সাধারন মানুষকে। ২০ শে জুন থেকে মোট ১৮ টি জনসভা করেছেন ট্রাম্প। মাস্ক ছাড়াই বিভিন্ন জনসভায় দেখা গেছে ট্রাম্পকে।



ইংল্যান্ডও সংক্রমন সংখ্যা রেকর্ড ভাঙতে দূরে নেই। দ্বিতীয় দফায় করোনায় মৃতের সংখ্যা ৮০,০০০ ছাপিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞনীরা। তাই ফের লকডাউনের পথেই হাঁটতে চলেছে ব্রিটিশ সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ