আগামী বুধবার থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা...

আগামী বুধবার থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা...




নিজস্ব প্রতিবেদন : আগামী বুঝবার থেকে লোকাল ট্রেন চালু করার কথা ঘোষনা করলোন রাজ্য সরকার। বড়ো বড়ো বেশিরভাগ স্টেশনেই ট্রেন দাঁড়াবে। কোনো নতুন টাইম টেবল নয়, পুরানো টাইম টেইম টেবল অদল বদল করে চালানো হবে ট্রেন। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যাবে, অপরদিকে ফোনের মাধ্যমেও টিকিট কাটা যাবে। স্টেশনে স্যানিটাইজের ব্যবস্থা কয়রা হবে। ট্রেন চালানোর ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কোন ব্যক্তি ট্রেনে উঠতে পারবেন না। অফিস টাইমে অতিরিক্ত ট্রেন চালানোর কথা বলো রাজ্য সরকার। প্রয়োজন ভিত্তিতে ট্রেনের সংখ্যা বাড়ানো যেতে পারে। 

লোকাল ট্রেন চালানোর এই কদিন আগে থেকে, রাজ্য সরকার জনসচেতনতা বাড়ানোর পূর্ণ প্রয়াস করবে  রাজ্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ