রাজ্যা চালু হচ্ছে লোকাল ট্রেন। পরশু থেকেই গড়াতে পারে লোকাল ট্রেনের চাকা।
কটি লোকাল ট্রেন কোন কোন রুটে চলবে এবং সেসবের মধ্যেই করোনা সংক্রমনের ভয়কে কিভাবে এড়ানো যাবে, তা নিয়েই আলোচনা হয় ওইদিন বৈঠকে।
তথ্যসূত্রে খবর, হাফ যাত্রীসংখ্যা নিয়ে চলবে লোকাল। গড়ে ১২০০ টি আসনে থাকলে, একটি ট্রেনে ৬০০ জন যাত্রী উঠতে পারবে। একইভাবে বলা হয়েছে, প্রায় ১০ - ১৫% ট্রেন চলবে। তারপর পরিস্থিতি দেখে পরবর্তি ক্ষেত্রে ট্রেন সংখ্যা বাড়ানো যেতে পারে। কালি পূজার পর তা বেড়ে ৫০% হতে পারে। মোবাইল অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। অবশ্য যারা এসব পারবেন না তাদের কথাও ভাবা হচ্ছে। মেট্রোর মতো ই-পাশ সিস্টেমে টিকিট কাটার পদ্ধতি থাকছে না লোকাল ট্রেনে। সব সেকশনে লোকাল ট্রেন চলবে কিন্ত সব স্টেশনা থামবে না লোকাল। কোন স্টেশনে কতটা ভিড় হচ্ছে, কোন স্টেশনের ভিড় সামাল কতটা সম্ভব, তা দেখবে প্রশাসন। কোন স্টেশনে কত যাত্রী তা খতিয়ে দেখবে রেল। তার ভিত্তিতেই ঠিক করা হবে, কোথায় দাঁড়াবে ট্রেন আর কোথায় দাঁড়াবে না।
এর পাশাপাশি লোকাল ট্রেন চালু করার পর, করোনা সংক্রমন আর ফুঁপিয়ে উঠবে কিনা সেই বিষয়েও চিন্তিত রেল। তবে সাধারন মানুষের কথা ভেবেই পরশু আলোচনার পরই গড়াবে লোকাল ট্রেনের চাকা।
0 মন্তব্যসমূহ