অফিস টাইমে চলবে, ২০০ টিরও বেশি লোকাল ট্রেন।

অফিস টাইমে চলবে, ২০০ টিরও বেশি লোকাল ট্রেন।




নিজস্ব প্রতিবেদন : গত দিনের নবান্নে বৈঠকে বলা হয়েছিলো অফিস টাইমে ১০-১৫% লোকাল চলবে। কিন্তু তা  হলে ট্রেনের সংখ্যা কম হওয়ার চাপ বাড়বে সাধারণ মানুষের। ভিড় বাড়বে ট্রেনের ভিতর।

আজ নবান্নে রেলের সাথে রাজ্যের বৈঠকের পর ,  হাওড়া-শিয়ালদাহ মিলিয়ে অফিস টাইমে ২০০ টি বা তারও  বেশি ট্রেন চলবে বয়লে জানা যাচ্ছে। তবে অন্য সময়ে কটি ট্রেন চলবে তা সিদ্ধান্ত নেবে রেল।




অন্যদিকে নিরাপত্তার দিকে থেকে সবরকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে তথ্যসূত্রে খবর। সেক্ষেত্রে আজকের মধ্যেই ট্রেন চলায় নিদিষ্ট সময়সীমা নির্ধারন করবে। কালকের একটি বৈঠকে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। 

অর্থাৎ বোঝা যাচ্ছে যে লোকাল ট্রেনের উপর নির্ভরশীল মানুষদের আশা যে অত্যন্ত নিকটবর্তী, তাতে কোনো সংশয় নেই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ