আগামি ৭ দিনের মধ্যেই শেষ হবে মাঝেরহাট ব্রিজের কাজ...

আগামি ৭ দিনের মধ্যেই শেষ হবে মাঝেরহাট ব্রিজের কাজ...



নিজস্ব প্রতিবেদন :
২০১৮ সালে দূর্গাপুজার আগেই ভেঙে পরেছিল মাঝেরহাট ব্রিজ। তাতে মৃত্য হয়েছিল বেশ কয়েকজনের। ২ বছর পর সেই সেতু নির্মানের কাজ প্রায় শেষ। কালিপুজার আগে কি সেই সেতু দিয়ে চলবে গাড়ি? 


কালিপূজার আগেই মাঝেরহাট ব্রিজ চালু হওয়ার সম্ভাবনা।দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে তৈরি হচ্ছে মাঝেরহাট ব্রিজ। বহন ক্ষমতা বাড়াতে বিদেশ থেকে আনা হয়েছে ৮৪টি বিশেষ কেবল। নতুন মাঝেরহাট ব্রিজ ৩৬০ টন ওজন বইতে পারবে। সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। পূর্ত দফতর সূত্রের খবর, আগামী ৭ দিনের মধ্যেই শেষ হবে কাজ। রেলোওয়ে সেফটি কমিশনের তরফ থেকে সবুজ সংকেত মিললেই খুলে যাবে সেতু।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ