বৈদ্যবাটি স্টেশনে যাত্রীদের বিক্ষোভ বিক্ষোভের মূলে রয়েছে লোকাল ট্রেন চালানোর দাবি।

বৈদ্যবাটি স্টেশনে  যাত্রীদের বিক্ষোভ,

বিক্ষোভের মূলে রয়েছে লোকাল ট্রেন চালানোর দাবি।


নিজস্ব প্রতিবেদন : মুম্বাই এ রেল পরিষেবা চালুর পর থেকে, বাংলাতেও লোকাল ট্রেন চালানোর আশা রেখেছিলো সাধারন মানুষ। কিন্তু লোকাল চালুর সেই আশা সময়মতো ফল না দেওয়ার ফলে বিক্ষুদ্ধ হয়ে ওঠে আম জনতা। আজ রেল চালু করা নিয়ে রাজ্যের বৈঠকের দিনেই, বৈদ্যবাটি স্টেশনে সাধারন জনতার বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি লোকাল ট্রেন এখনো কেন চালু করা হচ্ছে না। স্টেশন অবরোধ করে রয়েছে জনতা। শয়ে শয়ে জনতা রাস্তা সহ ট্রেন লাইনের ওপর ভিড় করে বিক্ষোভ চালাচ্ছে। তথ্য সূত্রে খবর সকাল  ৮ টা থেকেই এই অবোরধ চলছে। ফলে আটকে রয়েছে স্টাফ ট্রেন। নবান্নে আজ যতক্ষন পর্যন্ত ট্রেন চালু করার পক্ষে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে, ততক্ষন তারা এই অবরোধ থেকে পিছু  হাঁটবেন না- এমনটাই দাবী বিক্ষোভকারী যাত্রীদের। ৩০০ টাকা দিনে রোজগার করলে বাসভাড়াতে চলে যাচ্ছে ১৫০ তাকা- এমনটা দাবি করছে বিক্ষোভকারিদের কয়েকজন।



ইতিমধ্যেই কিন্তু পুলিশ এসে উপস্থিত হয়েছে স্টেশনে। তারা অবরোধকারী যাত্রীদের বোঝাচ্ছেন, যাতে তারা এই অবরোধ তুলে নেয়। কিন্তু অবরধকারীরা সাফ জানিয়ে দেয় যে, নবান্ন থেকে রেল চালানোর পক্ষে সবুজ সংকেত না আসা পর্যন্ত, তারা এই অবরোধ চালিয়ে যাবেন।



আগামীকাল সেই নিয়েই হাওড়া স্টেশনে চড়াও হয়েছিলো বিক্ষোভকারীরা। তাদের একটাই দাবী ছিলো লোকাল ট্রেন অবিলম্বে চালু করতে হবে। ঐদিন পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। 
লোকাল ট্রেন চালু করার জন্যই রেলের সাথে বৈঠক করতে চাইছে রাজ্য। বিকাল ৫ টায় নবান্নে বৈঠক হবে। কোভিড সংক্রমণ এড়িয়ে লোকাল ট্রেন কিভাবে চালু হবে তা নিয়েই আলোচনা হবে। 
চোখ রাখুন Bangla News Plug -এ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ