কবে লোকাল

 কবে লোকাল

নিজস্ব প্রতিবেদন : লোকাল ট্রেনের দাবিতে রণক্ষেত্র হাওড়া স্টেশন। স্টাফ ট্রেনে উঠতে দিতে হবে, এই দাবিতে শনিবার হাওড়ায় বিক্ষোভ বাঁধে আম জনতা। বিক্ষোভকারীদের এড়াতে চাঠিচার্জ চালায় পুলিশ। ক্রমেই জোড়ালো হচ্ছে লোকাল ট্রেন চালুর দাবী। একাধিক স্টেশনেই ঘটছে বিক্ষোভ এর ঘটনা। লোকাল চালাতে রেলকে চিঠি রাজ্যের। আজ বিকাল ৫ টায় এই বিষয়ে নবান্নে বৈঠক রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকছে, পূর্ব ও দঃ পূঃ রেলের আধিকারিকগন। রাজ্যের তরফ থেকে থাকার কথা মুখ্যসচীব সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের। করোনা মকাবিলায় লোকাল ট্রেন কিভাবে চলবে -তা নিয়েই এই বৈঠক। লোকাল ট্রেন চালু করলে কি জনতার সমস্যা মিটবে? 


রাজ্য প্রশাসন সূত্রে খবর, রাজ্য শুধুমাত্র অফিস টাইমে লোকাল ট্রেন চালাতে চাইছে, সেক্ষেত্রে কটি ট্রেন কোন কোন রুটে চালাতে হবে সে নিয়েও আলোচনা করা হবে। এছাড়া যেসব ট্রেন চলবে তা সব স্টেশনে দাঁড়াবে কিনা বা ট্রেনে কারা উঠবেন- সেসব আলোচনা রয়েছে আজকের বৈঠকে। মুম্বাইতে লোকাল ট্রেনে পেশাভিত্তিক পাশ দেওয়া হয়েছে, মেট্রোতে রয়েছে ই পাশ কার্ড, তবে এক্ষেত্রে বাংলায় লোকাল কিভাবে পরিচালনা হবে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। রাজ্য পুলিশ কিভাবে ভিড় নিয়ন্ত্রন করবে, লোকাল ট্রেনের অত দরজা নিয়ন্ত্রণ করা অসম্ভব, সবকিছু নিয়ে বৈঠকে আলচনা হওয়ার কথা। 

করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে লোকাল ট্রেন চালানো যেতে পারে, এমটাই বলছেন  রেল প্রাক্তন আধিকারিক।



রেল রাজনীতি - রেল রাজনীতির চাকা এরাজ্য পরো দমে গড়িয়েই চলেছে। লোকাল ট্রেন চালু করছে ভিড় নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পরবে। তাই সঠিক সতর্ক ব্যবস্থার মাধ্যমে তবেই রেল চালাতী চাইছে রাজ্য সরকার। অপরদিকে লোকাল ট্রেন চালতে রাজ্য সরকার গড়িমসি করছে বলে অভিযোগ বিরোধীদের। এর আগে রেল চালানর জন্য  মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরিধি দলনেতা আব্দুল মান্নান এবং বাম নেতা সুজন চক্রবর্তী।  কেদিকে কংগ্রেসের দলনেতা অধির চৌধুরি, লোকাল ট্রেনের আর্জি জানিয়ে চিঠি লিখেছেন রেলকে। সেই চিঠিতে তিনি বলেছেন - গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের সাথে পরামর্শ করে যত তারাতাড়ি সম্ভব রেল চালুর ব্যবস্থা করুন।



লোকাল চালু করার সবকিছু নিয়েই আজ বিকাল ৫টায় নবান্নে বৈঠক রয়েছে। আমদের Bangla News plug সেই দিকে নজর রাখবে। 

বৈঠকের সব তথ্য জানিয়ে দেওয়া হবে। চোখ রাখুন Bangla News plug এ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ