Bhai Dooj 2020: Wishes Images, Status
For WhatsApp and Facebook
❅নিজস্ব প্রতিবেদন : কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে ও কালীপুজোর দুই দিন পরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। 2020 সালের 16ই নভেম্বর সোমবার অর্থাৎ আজ পুরো দেশে ভাইফোঁটা উৎসবটি ব্যাপক উৎসাহের সাথে উদযাপিত হবে। 'যমদ্বিতীয়া' নামেও পরিচিত এই ভ্রাতৃদ্বিতীয়া। পশ্চিম ভারতে এই উৎসব 'ভাইদুজ' নামেও পরিচিত। আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে 'ভাইবিজ'। নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত 'ভাইটিকা' নামে। আজ ভাইফোঁটা দেবার শুভ সময় 12:56 অপরাহ্ন থেকে 03:06 অপরাহ্ন।
নীচে ভাইফোঁটার কিছু ছবি দেওয়া হল। আপনারা তা ভাই-বোনের সাথে তা শেয়ার করে একে অপরকে ভাইফোঁটা শুভেচ্ছা জানাতে পারেন।
'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দেই আমার ভাইকে ফোঁটা'
Bangla News Plug - এর পক্ষ থেকে আপনাকে শুভ ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন।
0 মন্তব্যসমূহ