কবে চালু হবে Local Train? মুম্বাই-এ লোকাল ট্রেন চালু করছে মহারাষ্ট্র সরকার। কিন্তু বাংলাতে এখনো কেন চালু হচ্ছেনা?
নিজস্ব প্রতিবেদন : ভারতের নানা প্রান্তে বহু মানুষ আছে যাদের পেত চলে লোকান ট্রেনের উপর নির্ভর করে, কিন্তু লকডাউনের দরুন লোকাল সহ সমস্ত রেল পরিষেবা বন্ধ হয়ে যায়। কিন্তু তারা বর্তমানে লোকাল ট্রেনে আশার আলো দেখতে পাচ্ছেন।
লকডাউনের এত মাস পরে অতঃপর লোকাল ট্রেন এর চাকা গড়াতে চলেছে মুম্বাইতে- এমনটাই চাইছেন রাজ্য সরকার। তবে এখন এ রাজ্যে (পঃ বঃ) চালু হচ্ছেনা লোকান ট্রেন। রাজ্য সরকার এই নিয়ে রেলের সাথে বৈঠকে বসতে চাইছে, যাতে রাজ্যে দ্রুত রেল পরিষেবা চালু হয়। কিন্তু পূজার পর করোনার প্রকোপ সম্পর্কে এখনো সেইভাবে কোন তথ্য উঠে আসেনি। মনে করা হয়েছিলো, পূজার সময় ট্রেন চালু করলে, করোনার ব্যাপক প্রসার ঘটতে পারে যা ঠেকানো অসম্ভব হয়ে পরবে, তাই পূজার সময় চালু হয়নি লকান ট্রেন। ফলত এই মূহুর্তে রাজ্যে লোকাল ট্রেনের চাকা কবে গড়াবে সেই নিয়ে রেলের সাথে বৈঠকে বসতে ব্যাপক আশাবাদী রাজ্য সরকার।
0 মন্তব্যসমূহ