করোনা ভ্যাকসিন বন্টনের প্রস্তুতি, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের


করোনা ভ্যাকসিন বন্টনের প্রস্তুতি, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের


নিজস্ব প্রতিবেদন : দিনের দিন করোনা আক্রান্ত রোগীদের সুস্থ্যতা কিছুটা আশার আলো দেখালেও, ভারতে যেভাবে করোনার মৃত্যু পরিসংখ্যান লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে চিন্তার কারণ থেকেই যাচ্ছে। সবার মুখে একটাই প্রশ্ন, কবে আসবে করোনার ভ্যাকসিন? বিহার ভোটে ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গেছে । কিন্তু সব কিছু এড়িয়ে  করনার ভ্যাকসিন কবে আসবে তা জোড় গলায় বলতে পারছেন আন কেউই।

তবে করোনা ভ্যাকসিন বাজারে আসার কাজ শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে করোনা ভ্যাকসিন। কিন্তু করোনা ভ্যাকসিন বাজারে এলে তা বন্টনের সাথে সুষ্ঠ ব্যবস্থা থাকে তা নিয়ে রাজ্যগুলিকে দির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য সচীবের চিঠিতে বলা হয়েছে, ১. স্টেট স্টিয়ারিং কমিটি, ২. স্টেট টাস্ক ফোর্স, ৩. ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স -নামে এই  তিনটি স্তরে কমিটি গঠন করতে হবে, যারা তদারকি করবে ভ্যাকসিন বন্টনের সমস্ত কাজ। কোন কমিটির কি কি কাজ রয়েছে তা চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচীব।

কমিটির কাজ


স্টেট স্টিয়ারিং কমিটি-

চেয়ারম্যান  : রাজ্যের মুখ্যসচিব

কাজ : বাজারে ভ্যাক্কসিন এলে তা বিলি বন্টনের  ব্যাবস্থা করা

স্টেট টাস্ক ফোর্স-

দায়িত্বে : রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বা স্বাস্থ্যসচিব

কাজ : ভ্যাক্সিইন কাদের দেওয়া হচ্ছে তার উপর নজরদারি

ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স-

দায়িত্বে : জেলাশাসক

কাজ : ভ্যাকসিন বিলির ব্যবস্থা জেলায় জেলায় পৌঁছে দেওয়া।


বিশ্বের সব দেশে জোরকদমে  চলছে ভ্যাকসিন পরীক্ষা নিরীক্ষার কাজ। তাই বাজের প্রথম ভ্যাকসিন এলে তা আগে প্রথম শ্রেণির স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে, এবং এই বন্টন ব্যাবস্থা যাতে আগে থেকে নেওয়া হয় সেতাই রাজ্যগুলিকে  চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচীব।

তথ্যসূত্রে - কেন্দ্রীয় স্বাস্থ্য সচীব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ