দুদিন গুজরাট সফরে মোদি...
নিজস্ব প্রতিবেদন : এ যেন নিজের মাটিতে বহু দিন পর পা দেওয়ার অনুভূতি। সেই অনুভূতি প্রকাশ করছেন তিনি। জাতীয় একতা দিবস -এ দুদিনের গুজরাট সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতিতে তিনি সাত মাস ধরে গুজরাটে যেতে পারেননি, তবে এত মাস পর তিনি তার নিজ রাজ্য, যেখান থেকে তাঁর গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী পথ চলা। গুজরাটে পৌঁছেই তিনি প্রথম আহমেদাবাদে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের পরিবারে সাথে দেখা করেন। রাজনীতি জগতে কেশুভাই এর সাথে প্রধানমন্ত্রীর এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এরপর তিনি মা হীরা বেনের সঙ্গে দেখা করেন।
গুজরাটের কিছু প্রকল্প উদ্বোধন ও একাধিক প্রকল্পের কাজ নিয়ে এসেছেন মোদি। তবে করোনা পরিস্থিতিকে সামনে রেখে, সব উদ্বোধন হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
এছাড়াও একতা প্যারেডে সামিল হবেন প্রধানমন্ত্রী। আগামীকাল তিনি সর্দারভাই প্যাটেলের মুর্তিতে চরণ পুজা করবেন।
0 মন্তব্যসমূহ