কবে খুলবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান - জানিয়ে দিল রাজ্য সরকার?
নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ পরিস্থিতিতে বর্তমানে পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থার সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায়, শিক্ষার ক্ষেত্রে যাতে পিছিয়ে পড়তে না হয় তার জন্য এই সংকটজনক পরিস্থিতিতে শিক্ষা গ্রহনের একমাত্র পথ হল, অনলাইন পদ্ধতি। কিন্ত পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে বাজার হাট, সপিং মল,সিনেমা হল, ট্রেন পরিষেবা প্রায় সবকিছুই আগের মত চালু করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি কতদিন বন্ধ থাকবে এবং কবে পড়ুয়ারা আগের মত স্কুলে যেতে পারবে তা স্পষ্টভাবে জানিয়ে দিল রাজ্য ও কেন্দ্র সরকার।
৩০ শে সেপ্টেম্বরে Unlock-5 প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কেন্দ্র সরকার যে নির্দেশ দিয়েছিলো, সেই নির্দেশ ৩০ শে নভেম্বর পর্যন্ত বহাল রাখতে চলেছে রাজ্যগুলি। অর্থাৎ ৩০ শে নভেম্বরের আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলেই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক।
৩০ শে সেপ্টেম্বর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে, কোন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির জন্য বাধ্য করতে পারে না। সেই সঙ্গে যারা অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে চায় তাদের অবশ্যই অনুমতি দিতে হবে।
তবে বিশেষ কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে রাজ্য নির্দেশ জারি করতে পারে, কিন্তু তা সেই এলাকার করোনা সংক্রমনের পরিসংখ্যান তথ্য তদারকির উপর নির্ভর করবে। এই ব্যাপারে রাজ্য পুরোপুরিভাবে সচেতন।
অর্থাৎ, বোঝা যাচ্ছে যে এই কঠিন পরিস্থিতে সরকার ছাত্রছাত্রীদের শিক্ষারর ব্যাপারে যথেষ্ট চিন্তাশীল। কারন করোনা মোকাবিলায় শিক্ষার্থীদেরকে জীবন-মৃত্যুর লড়াইয়ের মাঝে নামাতে চাইছে না। তাই স্কুল-কলেজ-ইউনিভার্সিটি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যে ঠিক কবে থেকে খুলবে সে বিষয়ে স্পষ্ট ঘোষনা করেননি সরকার।
0 মন্তব্যসমূহ