‘গণতান্ত্রিক পরিবেশ না থাকলে রাষ্ট্রপতি শাসন’ : দিলীপ ঘোষ
নিজস্ব প্রতিবেদন : পরিস্থিতির উপর নির্ভর করে রাষ্ট্রপতি শাসন। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে ৩৫৬ ধারা জারির পরিস্থিতি আসবে।বিজেপি রাজ্য সভাপতির । এ বিষয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আইনশৃঙ্খলার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুষে একগুচ্ছ নালিশ জানিয়েছেন ধনকড়। পরে সাংবাদিক বৈঠকেও রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে একের পর এক আক্রমণ শানিয়েছেন ধনকড়। তিনি বলেন, ‘‘বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজনৈতিক হিংসা বাড়ছে। রাজনৈতিক হিংসার জেরে অক্টোবরে তিন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে।’’। প্রশাসনকে দুষে ধনকড় আরও বলেন, ‘‘সব জেনেও প্রশাসন ঘুমিয়ে রয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশাসনকে চিঠি লিখলেও উত্তর মেলেনি।’’ ঠিক তার পরেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যে জল্পনা বাড়ছে
।
ওই দিনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘ পরিস্থিতির উপর নির্ভর করে রাষ্ট্রপতি শাসণ। নীতিগতভাবে বিজেপি রাজ্যে ৩৫৬ ধারা জারির পক্ষে নয়। তবে রাজ্যে গণতান্ত্রিক ধারা সুষ্ঠভাবে পরিচালিত না হলে, ৩৫৬ ধারা জারির পরিস্থিতি আসবে। পাশাপাশি আগামী বছরের বিধানসভা ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে হতে পারে সেব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে ''.
রাজ্য সরকারকে দুষে রাজ্যপালের এই আক্রমণের পরপরই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে এই বক্তব্য ঘিরে ঘোর জল্পনা রাজনৈতিক মহলে ।
0 মন্তব্যসমূহ