শীতে বাড়তে চলেছে করোনার দাপট...
নিজস্ব প্রতিবেদন : করোনার আশঙ্কা থেকে কিছুটা রেহাই পাওয়া গেলেও, তা থেকে আমরা একেবারে বিপদমুক্ত নই। করোনা বিশ্বের মাটিতে পা ফেলার সময় বহু বিশেষজ্ঞরা জানিয়েছিলেন- শীতকালে করোনা মারাত্বক রূপ ধারণ করতে পারে, আবার গরমকালের বাতাসের উষ্ণতার ফলে করোনার দাপট অল্প হলেও কমবে। তাই মনে করা হয়েছিলো যে ভারতের আবহাওয়া বোধহয় করোনা মোকাবিলায় সহায়ক হবে। কিন্তু গরম আবহাওয়াও করোনার হুংকারকে কমাতে পারেনি। তবে কি শীতে করোনার কামড় জাঁকিয়ে বসতে পারে ভারতের মাটিতে? এমনটা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে শীতের আশঙ্কা । তার উপর ভয় রয়েছে সেকেন্ড ওয়েভের।
দিল্লীর আকবহাওয়ার মধ্যে দেখা দিয়েছে আগের মত ধোঁয়াশায় আবছা হয়ে পড়েছে গোটা শহর। বাতাসের সাথে মিশছে বিশাক্ত গ্যাস। যার ফলে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, হাঁপানি, ডাস্ট এলার্জী, ফাঙ্গাল ইনফেকশন জাতীয় নানা রোগ। আবহাওয়ার পারদ একটু নামতেই দিল্লির বাতাসে দূষনের ধোঁয়াশা।
0 মন্তব্যসমূহ