নিজস্ব প্রতিবেদন : বর্তমান মারন রোগ করোনা ভাইরাসকে ঠেকাতে ,আমাদের প্রধান অস্ত্র হল মাস্ক। কিন্তু সঠিক নিয়মে মাস্ক ব্যাবহার না করলে ক্ষতিকারক ব্যাক্টেরিয়া থেকে নিউমোনিয়া সহ নানা রোগের আশঙ্কা দেখা দিতে পারে, আবার যাদের শ্বাস কষ্টের সমস্যা রয়েছে তাদের দীর্ঘক্ষণ মাস্ক পরে রাখলে ঘটতে পারে হার্ট অ্যাটাক- এমনাটাই মনে করছেন চিকিৎসক মহল। বর্তমানে মাস্ক ব্যবহারে তাঁরা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।
- যে মাস্কগুলো একবার ব্যাবহারযোগ্য, তা খানিক ডাস্টেবেল হলেই ফেলে দিতে হবে। নাহলে দেখা দিতে পারে ত্বকের ইনফেকশন।
- যে মাস্কগুলো একাধিকবার ব্যবহার করা সম্ভব, সেগুলো প্রত্যেকদিন ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে।
- মাস্কের সামনের দিকে ব্যাক্টেরিয়া থাকায় সেকি অংশে হাত দেওয়া যাবে না।
- দীর্ঘক্ষণ ধরে মাস্ক পরে রাখলে শরীরে দেখা দিতে পারে পর্যাপ্ত পরিমান অক্সিজেনের অভাব, যা দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা কমাতে পারে । তাই করোনা রোগী না হলে বাড়িতে থাকলে মাস্ক পরার প্রয়োজন নেই, জনবহুল এলাকাতেই কেবল মাস্ক পড়ুন।
- নিজের মাস্ক যেখানে সেখানে বা অপরিষ্কার জায়গায় খুলে রাখা বিপজ্জনক।
- একই মাস্ক না ধুইয়ে বার বার ব্যবহার করলে, মাস্কের লেগে থাকা সারদিনের ড্রপলেটগুলো ক্ষতিকারক ব্যাক্টেরিয়ায় পরিনত হয়। ফলত তার থেকে আশঙ্কা রয়েই যাচ্ছে বিভিন্ন রোগের।
উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যেতে পারে যে, যাকে প্রাইমারি ভ্যাক্সিন বলা হয়ে থাকে, সেই মাস্ক পড়লে কোন সমস্যা নেই। সমস্যা দেখা তখনই যখন আপনি সঠিক নিয়মে মাস্ক ব্যাবহার করবেন না। তাই মাস্ক ভালোভাবে ব্যবহার করুন এবং সুস্থ থাকুন।
0 মন্তব্যসমূহ